উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ: উপকূলজুড়ে তিন নম্বর সতর্কসংকেত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০২:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে অবস্থান করছে। এর ফলে দেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।
আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিমে, মোংলা থেকে ১৩০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। বিকেল নাগাদ এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে একটানা বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এ অবস্থায় সমুদ্র উত্তাল রয়েছে এবং চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা—সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং সংলগ্ন দ্বীপ ও চর অঞ্চলে ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ু-চালিত জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থানের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



