
প্রিন্ট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ পিএম
সব ব্লাড গ্রুপের জন্য পর্যাপ্ত রক্তদাতা প্রস্তুত আছেন, রক্তের সংকট নেই

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৯:০০ পিএম

ছবি- সংগৃহীত
দগ্ধ রোগীদের চিকিৎসায় রক্তের সংকট নিয়ে জনমনে যে উদ্বেগ ও গুজব ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ অযৌক্তিক ও বাস্তবতা বিবর্জিত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (২৩ জুলাই) অধিদপ্তরের প্রেস উইং এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দগ্ধ রোগীদের জন্য প্রয়োজনীয় রক্ত সরবরাহে কোনো বাধা নেই। সব ব্লাড গ্রুপের জন্য পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবী রক্তদাতা তালিকাভুক্ত করা হয়েছে, যাদের নাম, রক্তের গ্রুপ এবং যোগাযোগ নম্বর সংরক্ষণ করে রাখা হয়েছে।
তথ্য অনুযায়ী, দগ্ধ রোগীদের ক্ষেত্রে সাধারণ রক্ত নয়, বরং “ফ্রেশ ফ্রোজেন প্লাজমা” প্রদান করা হয়। এই কারণে আগে থেকেই রক্ত মজুত করা হয় না। প্রয়োজন দেখা দিলেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তালিকাভুক্ত রক্তদাতাদের মাধ্যমে তা সংগ্রহ ও প্রদান করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর এও জানিয়েছে, বর্তমানে কোনো ব্লাড গ্রুপের রক্তের সংকট নেই এবং ভবিষ্যতেও এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই।
রক্তের জরুরি প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে ডেপুটি সিভিল সার্জন ডা. সরকার ফারহানা কবিরের সঙ্গে। যোগাযোগ নম্বর: ০১৭৯২৭৪৪৩২৫।