Logo
Logo
×

জাতীয়

শক্তিশালী পাসপোর্টের র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ৯৪তম অবস্থানে বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২:৪২ পিএম

শক্তিশালী পাসপোর্টের র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ৯৪তম অবস্থানে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

বিশ্বের পাসপোর্ট শক্তিমত্তা র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ৯৪তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত হেনলি অ্যান্ড পার্টনারসের পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, এখন বাংলাদেশের পাসপোর্টধারীরা ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। গত বছর এই র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম।

এই ইনডেক্সটি ২২৭টি গন্তব্য ও ১৯৯টি পাসপোর্ট বিশ্লেষণ করে তৈরি হয়েছে, যেখানে ভিসা ছাড়াই ভ্রমণযোগ্য দেশের সংখ্যা হিসেব করে পাসপোর্টের শক্তিমত্তা নির্ধারণ করা হয়।

এবারের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান অধিকার করেছে সিঙ্গাপুর, যাদের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া (১৯০টি দেশ), এবং তৃতীয় স্থানে আছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন—যাদের নাগরিকরা ১৮৯টি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন।

চতুর্থ থেকে দশম অবস্থানে রয়েছে ইউরোপ ও অস্ট্রেলিয়া-আমেরিকান অঞ্চলের অন্যান্য শক্তিশালী পাসপোর্টধারী দেশগুলো, যার মধ্যে রয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের এই অগ্রগতি ভিসানীতির ক্ষেত্রেও একটি ইতিবাচক বার্তা বহন করে। তবে এখনও বিশ্বে ভ্রমণের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে নিচের দিকে রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন