Logo
Logo
×

জাতীয়

সিএমএইচ মর্গে ৬ অজ্ঞাতনামা মৃতদেহের ডিএনএ শনাক্তে স্বজনদের খুঁজছে স্বাস্থ্য মন্ত্রণালয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২:২৭ পিএম

সিএমএইচ মর্গে ৬ অজ্ঞাতনামা মৃতদেহের ডিএনএ শনাক্তে স্বজনদের খুঁজছে স্বাস্থ্য মন্ত্রণালয়

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সিএমএইচ-এর মর্গে থাকা ছয়টি অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয় শনাক্তে স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২২ জুলাই) রাত ১টার পর একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শত চেষ্টা সত্ত্বেও এখনো পর্যন্ত মৃতদেহগুলোর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে মৃতদেহগুলো থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে, যা দ্রুতই সিআইডির ল্যাবরেটরিতে বিশ্লেষণ করা হবে।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, “যেসব পরিবারের সদস্যের নাম আহত ও নিহতদের প্রকাশিত তালিকায় নেই, অথচ তারা নিখোঁজ, তাদের অনুরোধ করা হচ্ছে যেন মালিবাগে সিআইডির কার্যালয়ে গিয়ে ডিএনএ নমুনা প্রদান করেন।”

তিনি আরও জানান, “এখন পর্যন্ত মাত্র একটি পরিবার নমুনা দিয়েছে। যত দ্রুত অন্য পরিবারের সদস্যরা নমুনা দেবেন, তত দ্রুত ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে মৃতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে।”

স্বাস্থ্য মন্ত্রণালয় সকল সংশ্লিষ্ট ব্যক্তিকে সহযোগিতা করতে অনুরোধ জানিয়েছে, যাতে দ্রুত ও সঠিকভাবে দুঃখজনক এ ঘটনায় অজ্ঞাত মৃতদের পরিচয় শনাক্ত করা যায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন