
প্রিন্ট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ এএম
৯ ঘণ্টা অবরুদ্ধের পর মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা-প্রেস সচিব

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৮:১৪ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে টানা নয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে পুলিশ প্রহরায় কলেজ ছাড়লেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় পুলিশ পাহারায় তাদের বহনকারী গাড়িগুলো কলেজ থেকে বের করে মেট্রো রেলের ডিপোর ভেতরের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপদেষ্টারা ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন। এরপর শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করে। ডিসি মহিদুল ইসলাম বলেন, "সব দাবি মেনে নেওয়ার পরও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখেন। এজন্য উপদেষ্টারা বের হতে পারছিলেন না।"
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, সন্ধ্যার দিকে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া সম্ভব হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দুই উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং প্রেস উইংয়ের সদস্যরা নিরাপদে কলেজ প্রাঙ্গণ ত্যাগ করেন।