Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশকে ১৫,৪০০টি কোভিড-১৯ টেস্টিং কিট উপহার দিল চীন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৫:২২ পিএম

বাংলাদেশকে ১৫,৪০০টি কোভিড-১৯ টেস্টিং কিট উপহার দিল চীন

ছবি : বাংলাদেশকে ১৫,৪০০টি কোভিড-১৯ টেস্টিং কিট উপহার দিল চীন

চীন গণপ্রজাতন্ত্রী সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে ১৫,৪০০টি কোভিড-১৯ টেস্টিং কিট হস্তান্তরের একটি অনুষ্ঠান আজ মহাখালীতে অবস্থিত রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি), স্বাস্থ্য অধিদপ্তরের ১২তম তলায় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুরোধে প্রদত্ত এই সহায়তা, চীন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সংহতির আরেকটি উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।

এই টেস্টিং কিটগুলো চীনের জরুরি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার (CDC) কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কাউন্সেলর মি. লি শাওপেং এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক প্রফেসর হালিমুর রশীদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রফেসর হালিমুর রশীদ চীন সরকারের এই মহানুভব সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনা ও জরুরি প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

চীনা দূতাবাসের কাউন্সেলর লি শাওপেং বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের দৃঢ় সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক সহায়তার মাধ্যমে বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবেলার গুরুত্ব তুলে ধরেন।

জাতীয় ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানটি কিট হস্তান্তরের মধ্য দিয়ে শেষ হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন