সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, ধাওয়া-পাল্টাধাওয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৪:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে শিক্ষার্থীসহ বহু মানুষের প্রাণহানির ঘটনার প্রতিবাদে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার সচিবালয়ের সামনে বিক্ষোভে অংশ নেন। বিকেলের দিকে আন্দোলনকারীরা সচিবালয়ের তৃতীয় ফটক ভেঙে ভেতরে প্রবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
বিকাল ৪টা ১০ মিনিটে সচিবালয়ের বাইরে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোঁড়ার শব্দে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও সেনাসদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দিলে সামনের সড়কে সংঘর্ষ পুনরায় শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সচিবালয়ের ভেতরে প্রবেশ করে পার্কিংয়ে থাকা বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর জেরে আইনশৃঙ্খলা বাহিনী কড়া অবস্থান নেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘটা করে না জানানো, নিহতদের নির্ভুল তথ্য না দেওয়া এবং সরকারি পর্যায়ের দায়িত্বহীনতা তাদের ক্ষুব্ধ করেছে। ফলে তারা শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং শিক্ষা সচিবের পদত্যাগ দাবি জানান।
এর আগে মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে এবং পরে সচিবালয়ের দিকে মিছিলসহ অবস্থান নিতে যায়।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, যাতে ৩১ জন নিহত এবং শতাধিক আহত হন। দীর্ঘ সময় পরীক্ষার স্থগিতের বিষয়ে স্পষ্ট ঘোষণা না আসায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। পরবর্তীতে ভোর রাতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।



