Logo
Logo
×

জাতীয়

শিক্ষার্থীদের তোপের মুখে শিক্ষা সচিব ‘অপসারণ’

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৪:২২ পিএম

শিক্ষার্থীদের তোপের মুখে শিক্ষা সচিব ‘অপসারণ’

শিক্ষার্থীদের আন্দোলন ও তোপের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে অপসারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি। মাহফুজ আলম জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পোস্টে মাহফুজ লিখেন, মাইলস্টোন ট্রাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে দুপুর সোয়া ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা।

সচিবালয়ে প্রবেশের এক নম্বর গেইটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা।

বেলা সাড়ে ৩টার দিকে তারা সচিবালয়ের এক নম্বর গেট টপকে ভেতরে ঢুকে পড়ে। এর আগে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ভেতরে ঢুকলে আইনশৃঙ্খলা বাহিনী গুলি ও লাঠিচার্জ করে। এতে প্রায় অর্ধশতাধিক আহত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন