বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে প্রধান উপদেষ্টার তহবিলে অনুদানের আহ্বান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৪:১১ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু মানুষের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আগ্রহীদের জন্য আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছে সরকার।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, দুর্ঘটনায় আক্রান্ত পরিবারগুলোকে সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান পাঠানো যাবে।
পোস্টে অর্থ সহায়তা পাঠাতে নিচের তথ্য দেওয়া হয়েছে—
হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল
হিসাব নম্বর: ০১০৭৩৩০০৪০৯৩
ব্যাংক: সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান উপদেষ্টার কার্যালয় কর্পোরেট শাখা
প্রধান উপদেষ্টার দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় শোক ও বিপর্যয়ের এই মুহূর্তে সহমর্মিতার প্রকাশ হিসেবে সকলে যার যার অবস্থান থেকে সাহায্য করতে পারেন। অনুদান জমাকৃত অর্থ দুর্ঘটনায় প্রাণহানি ও আহত পরিবারের চিকিৎসা, পুনর্বাসন এবং মানসিক স্বাস্থ্য সহায়তায় ব্যবহার করা হবে।



