Logo
Logo
×

জাতীয়

বিমান বিধ্বস্তর ঘটনা অবশ্যই তদন্ত করব : প্রধান উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:১৫ এএম

বিমান বিধ্বস্তর ঘটনা অবশ্যই তদন্ত করব : প্রধান উপদেষ্টা

ছবি - প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার রাত ৯টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘এ ঘটনার অবশ্যই তদন্ত করব।’

আবেগঘন কণ্ঠে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমার বলার কোনো ভাষা নেই। কীভাবে শুরু করব তা বুঝতে পারছি না। আমার মতো সারাদেশের লোক আজ হতবাক। এ রকম এক ঘটনা ঘটতে পারে আমরা কেউ কল্পনা করিনি, কারও ধারণার মধ্যে ছিল না। কিন্তু অবিশ্বাস্য জিনিস আমাদের হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে।

তিনি আরও বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই শিশুদের ওপর ঝাঁপিয়ে পড়ল, আগুনে পুড়ে মরল। তাদের মা-বাবাদের আমরা কী জবাব দেব, কী বলব তাদের। আমরা নিজেদেরই তো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের মুখচোখে ভেসে উঠছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, এ ঘটনায় সারা জাতি হতভম্ব, বাকরুদ্ধ। শোকাহত বললে খুব কম বলা হবে। এর রেশ এখনও কাটেনি। এখনও হাসপাতালে লাশ আসছে, কেউ হাসপাতালে মারা যাচ্ছে। মা-বাবা এখনও খোঁজ নিচ্ছেআমার সন্তান কোথায়। তাদের আর চেনা যাবে কিনা। যাদের লাশ দেখছি, তাদের মধ্যে আমার সন্তান আছে কিনা’।

তিনি বলেন, তাদের কাউকে আলাদা করার তো কোনো উপায় নেইতারা সবাই আমাদের সন্তানহঠাআমাদের ছেড়ে চলে গেলঅবশ্যই তদন্ত করবকিন্তু তদন্ত করলে তো আর তারা ফিরে আসবে নাআমরা চিকিৎসার ব্যবস্থা করছি। সবাই ঝাঁপিয়ে পড়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, সবার কাছে অনুরোধ করছি, হাসপাতালে কেউ ভিড় করবেন না। যারা আহত তাদের জন্য এটা ভালো না। কাজেই দূর থেকে তাদের জন্য দোয়া করুন সবাই।

তিনি আরও বলেন, আমরা আহত-নিহতদের মা-বাবা, আত্মীয়স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি, সান্ত্বনা জানাচ্ছি। তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আজ (মঙ্গলবার) শোক দিবস। সবাই মিলে তাদের কথা স্মরণ করব। নিহতদের আত্মার শান্তি কামনা করব, রুহের মাগফেরাত কামনা করব। তাদের জন্য দেশের সবাই দোয়া করছি।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন