উত্তরায় বিমান দুর্ঘটনায় শোক ও দোয়া চাইলেন সারজিস আলম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৫:১১ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২১ জুলাই) দুপুরে সংঘটিত দুর্ঘটনায় কলেজ ভবনটি ক্ষতিগ্রস্ত হয়, যেখানে ওই সময় কোচিং ক্লাস চলছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী ভবনটিতে উপস্থিত ছিলেন, ফলে হতাহতের আশঙ্কা ক্রমেই বাড়ছে।
দুপুর আড়াইটার দিকে নিজের ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেন, “আল্লাহ আমাদের ভাইবোনদের হেফাজত করুন, রক্ষা করুন। সবাই দোয়া করুন।”
তিনি আরও লেখেন, “মাইলস্টোন কলেজের ওপর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আগুন ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসের বিল্ডিংয়ে। অনেক হতাহতের আশঙ্কা রয়েছে।”



