Logo
Logo
×

জাতীয়

ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী, অভিবাসন ইস্যুতে অগ্রগতির আশা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১১:৩৩ এএম

ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী, অভিবাসন ইস্যুতে অগ্রগতির আশা

ছবি : সংগৃহীত

আগামী ৩০ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এটি অন্তর্বর্তী সরকারের সময় ইউরোপীয় কোনো দেশের শীর্ষ নেতার প্রথম ঢাকা সফর। সফরকালে তিনি ৩১ আগস্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।

রোববার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়, যেখানে সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরে অভিবাসন ইস্যুটি বিশেষ গুরুত্ব পাবে। ইতালিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের অবস্থান ও বৈধ অভিবাসন ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, প্রতিরক্ষা ও অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা সম্ভাব্য।

এর আগে, গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসির ঢাকা সফরে "মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি" বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। সেই সময় থেকেই প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা চলছিল, যার ফলে রোম থেকে জর্জিয়া মেলোনির সফর সম্মতি এসেছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি ঢাকা সফর করেছিলেন। ২৬ বছর পর দ্বিতীয়বারের মতো কোনো ইতালীয় প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফরে আসছেন জর্জিয়া মেলোনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন