
প্রিন্ট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ এএম
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ এর উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৫:৩২ পিএম

ছবি : সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ এর উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২০ জুলাই) সেনা সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই পর্ষদের উদ্বোধন করেন।
এই পর্ষদের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তা নির্বাচিত হবেন পরবর্তী পদোন্নতির জন্য। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পেশাদারিত্ব, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা ও নেতৃত্বের দক্ষতার ভিত্তিতে যোগ্য অফিসার নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ, যুদ্ধাহত এবং বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত ও শহীদ সেনাসদস্য এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতাকে স্মরণ করেন।
তিনি বলেন, “যোগ্য নেতৃত্ব প্রদানকারী এবং পেশাদার অফিসারদেরই উচ্চতর দায়িত্বে আনা উচিত।” পাশাপাশি রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করার পরামর্শ দেন তিনি।
প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, দুর্যোগ মোকাবিলা এবং সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকার প্রশংসা করে বলেন, “দেশের প্রয়োজনে সেনাবাহিনীর নিরলস ত্যাগ প্রশংসনীয়।”
অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। পর্ষদ উদ্বোধন উপলক্ষে সেনাবাহিনী প্রধান ড. ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।