
প্রিন্ট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ এএম
গোপালগঞ্জে গণগ্রেপ্তার নয়, শুধুমাত্র দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৩:০৭ পিএম

ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে সংঘটিত ঘটনার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলেও গণগ্রেপ্তার হচ্ছে না, শুধুমাত্র দোষীদেরই গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২০ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তিনি জানান, “গোপালগঞ্জে কিছু রাজনৈতিক প্রভাব থাকলেও বর্তমানে পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক। কারফিউ ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে, ১৪৪ ধারাও শিগগিরই প্রত্যাহার করা হবে।”
সাম্প্রতিক হরতালগুলোতে নাশকতার মাত্রা কম থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। “গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা করতে আমরা কাজ করছি। মতপ্রকাশের অধিকার থাকলেও কেউ যেন অশালীন ভাষা বা হিংসাত্মক আচরণ না করেন।”
মিথ্যা বলার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না বলে উল্লেখ করে তিনি বলেন, “সত্য কথা বলতে হবে। যিনি অন্যায় করবেন, শুধু তাকেই গ্রেপ্তার করা হবে। নির্দোষ কেউ যাতে হয়রানির শিকার না হন, সেটাও নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “গোপালগঞ্জে শিশু গ্রেপ্তারের কোনো তথ্য আমার কাছে নেই। আগের মতো বেপরোয়া গণগ্রেপ্তার নয়—বর্তমানে কেবল প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে।”
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নির্বাচন আয়োজনের জন্য যথাযথ বলে অভিহিত করে উপদেষ্টা বলেন, “প্রয়োজনীয় নিরাপত্তা বিধান বর্তমান বাহিনীর মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব।”