
প্রিন্ট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ এএম
উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে সিদ্ধান্ত: আলী রীয়াজ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০২:৩৮ পিএম

ছবি : সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, আগামী দু-তিন দিনের মধ্যে উচ্চকক্ষ গঠন সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। কমিশনের লক্ষ্য চলতি জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ প্রস্তুত করা, যেখানে ইতিমধ্যে বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য অর্জিত হয়েছে।
রোববার (২০ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের সংলাপে অংশ নিয়ে আলী রীয়াজ বলেন, “রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। উচ্চকক্ষের বিষয়টিও দু-তিন দিনের মধ্যে স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যাবে।”
তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান—এই দুই বিষয় আজকের সংলাপে বিশেষভাবে আলোচিত হচ্ছে।
তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে বিএনপি, জামায়াতসহ মোট চারটি রাজনৈতিক দল প্রস্তাবনা জমা দিয়েছে, যা কমিশনের নিজস্ব প্রস্তাবের সঙ্গে মিলিয়ে আলোচনা করা হচ্ছে।
আলী রীয়াজ বলেন, “আমরা একটি সম্মিলিত কাঠামোর দিকে এগোচ্ছি, যা রাজনৈতিক দল এবং জনগণের প্রত্যাশা পূরণে সহায়ক হবে।”