
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ এএম
প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন হবে : শফিকুল আলম

কুমিল্লা প্রতিনিধি :
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০২:৪৩ পিএম

ছবি -প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
প্রধান উপদেষ্টার দেওয়া ঘোষিত সময়েই নির্বাচন হবে, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আপনারা নিশ্চিত থাকুন, চিফ অ্যাডভাইজর (প্রধান উপদেষ্টা) যেদিন নির্বাচনের কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে। একদিন পেছানো হবে না। সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন হবে।’
শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মতো আয়োজিত টিইডি অনুমোদিত আন্তর্জাতিক ইভেন্ট ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘আমি জুলাইয়ের একজন সাক্ষী। এ জুলাই বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। জুলাই আমাদের একটি গোল্ডেন জেনারেশন উপহার দিয়েছে। ৭১-এ যখন আমাদের ওপর অপারেশন সার্চলাইট চালানো হয়, তখন ঢাকায় অনেক মানুষ মারা গেছে। পরদিন কিছু মানুষ চলে গেল ইন্ডিয়া ‘গভমেন্ট ইন এক্সাইল’ আবার কিছু মানুষ চলে গেল ক্যান্টনমেন্ট। সে সময় আমরা এ রকম গোল্ডেন জেনারেশন পাইনি, যারা রাস্তায় দাঁড়িয়ে থেকে আন্দোলন গড়ে তুলবে।’
জুলাই সনদ নিয়ে প্রেস সচিব বলেন, ‘আমরা অন্যান্য দেশের দিকে যদি দেখি তাহলে বুঝব, আসলে এসব বিষয়ে অনেক সময় লেগে যায়। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বারবার এটা নিয়ে বসছে, আলোচনা করছে ৷ আশা করি শিগগির জুলাই সনদ আসবে।’
অনুষ্ঠানে আয়োজনে লেখক, সাংবাদিক, শিল্পী ও উদ্যোক্তাসহ আরও ১০ জন বক্তা উপস্থিত ছিলেন।