
প্রিন্ট: ০৯ অক্টোবর ২০২৫, ০৪:১০ এএম
জুলাই অভ্যুত্থানের অন্যতম কারণ ছিল বেকারত্ব: আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৮:১৮ পিএম

ছবি : সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের অন্যতম কারণ ছিল বেকারত্ব, আর সেটিই এখন দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সম্মেলনকক্ষে আয়োজিত “যুব উদ্যোক্তা: বিনিয়োগ ও পলিসি” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। উদ্যোক্তা ঋণের সিলিং ২ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে এবং ভবিষ্যতে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, “যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ ইতোমধ্যে উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। এটি দ্রুত বাস্তবায়নের পথে রয়েছে।”
এলডিসি গ্রাজুয়েশনকে সামনে রেখে তরুণ জনগোষ্ঠীর দক্ষ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে আসিফ মাহমুদ বলেন, “দেশের ৬৩ শতাংশ তরুণ জনগোষ্ঠীকে যদি সঠিকভাবে কাজে লাগানো না যায়, তাহলে ভবিষ্যৎ উন্নয়ন সম্ভব নয়।”
কর্মশালায় প্রধান উপদেষ্টার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম এখনো পূর্ণাঙ্গভাবে গড়ে ওঠেনি। স্কুল পর্যায় থেকেই উদ্যোগ নিতে হবে। পাইপলাইন তৈরি করে মফস্বলের তরুণদেরও সেই কাঠামোর অন্তর্ভুক্ত করতে হবে।”