ছবি-সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়েছে।
কারফিউ চলবে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে পরবর্তী দিন বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৬টা পর্যন্ত।
বুধবার দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌরঙ্গী মোড়ে এনসিপির নেতাদের গাড়িবহরে দুই পাশ থেকে হামলা চালায় ও ইট-পাটকেল ছোড়ে। এরপর থেকে এখনও দফায় দফায় হামলার ঘটনা ঘটছে। পুলিশ তাদেরক পিছু হটানোর চেষ্টা চালায়।



