পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসা করতেন সোহাগ, ব্যবসায় দ্বন্দ্ব থেকেই হত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৪:৩১ পিএম
ছবি : সংগৃহীত
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যা মামলায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) ডিএমপির এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ক্রাইম অ্যান্ড অপারেশনের কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
তিনি জানান, সোহাগ প্রায় ১৭ বছর ধরে পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি ব্যবসায় নতুন অংশীদারদের আগমনে সৃষ্ট দ্বন্দ্বই তার হত্যাকাণ্ডের কারণ বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, সোহাগ হত্যার ঘটনায় পটুয়াখালী থেকে রেজওয়ান নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট গ্রেপ্তার ৯ জন। তিনি বলেন, ঘটনার সঙ্গে রাজনৈতিক পরিচয় থাকা ব্যক্তিরা জড়িত থাকতে পারেন, তবে এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়।
৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে কংক্রিট বোল্ডার দিয়ে আঘাত করে প্রকাশ্যে হত্যা করা হয় সোহাগকে। হত্যার পর অভিযুক্তরা মব গঠনের চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে মহিন ও রবিন নামে দুজনকে গ্রেপ্তার করে।
নিহতের বোন মঞ্জুয়ারা বেগম পরদিন থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলমান রয়েছে।



