Logo
Logo
×

জাতীয়

রিভিউ হবে ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্টের চুক্তি : অর্থ উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৪:৩২ পিএম

রিভিউ হবে ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্টের চুক্তি : অর্থ উপদেষ্টা

ছবি - অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আওয়ামী লীগ সরকারের আমলে ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট নিয়ে হওয়া চুক্তিতে অনেক অসংলগ্নতা আছে সেগুলো রিভিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। দুটি বৈঠকেই সভাপতিত্বে করেন অর্থ উপদেষ্টা।


বৈঠক শেষে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট খাতে অনেক বিদেশি কোম্পানিও আছে। তাদের চুক্তিগুলো পর্যালোচনা করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে। এ জন্য আলাপ-আলোচনা করে আমরা এটা করব। এ জন্য আইনি সহায়তা দরকার। সেটা করার জন্য আমরা একটা প্রস্তাব অনুমোদন করেছি। এখানে আইনি ব্যাপার আছে।’


একতরফা তো এটা করা যাবে না, বলেন অর্থ উপদেষ্টা।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন