
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ এএম
গণভবন-কে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ রূপান্তরের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০২:২২ পিএম

ছবি : সংগৃহীত
ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন, শহিদদের স্মারক এবং বিগত সরকারের নিপীড়নের ঘটনাগুলো সংরক্ষণের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন 'গণভবন'-কে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৫ আগস্টের মধ্যে জাদুঘরের নির্মাণ ও সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে সিভিল ও ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল (ই/এম) কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই অনুমোদন প্রদান করা হয়।
বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী ই/এম কাজের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান ‘মেসার্স শুভ্রা ট্রেডার্স’কে দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে ব্যয় হবে ৪০ কোটি ৮২ লাখ ৮৬ হাজার টাকা। সিভিল কাজের দায়িত্ব পেয়েছে ‘দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড’, এর ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার টাকা। মোট ব্যয় ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা।
উল্লেখ্য, গণভবনকে জাদুঘরে রূপান্তরের বিষয়টি প্রথম অনুমোদন দেওয়া হয় ২০২৪ সালের ২৪ ডিসেম্বরের উপদেষ্টা পরিষদের সভায়। স্মৃতি জাদুঘরের উদ্বোধন ৫ আগস্টে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।