Logo
Logo
×

জাতীয়

প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১২:৩২ পিএম

প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ

ছবি : সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, সচিব আবু তাহের মো. মাসুদ রানা, মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠকে শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয় মূল্যায়ন এবং প্রাথমিক শিক্ষকদের পদায়ন বিষয়ে আলোচনা হয়।

ড. বিধান রঞ্জন রায় জানান, দেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। শিক্ষা কার্যক্রমে মানোন্নয়নের জন্য এসব পদে দ্রুত নিয়োগ প্রয়োজন। তিনি বলেন, “যেসব বিদ্যালয়ে মান ভালো, সেগুলোতে প্রধান শিক্ষকের দক্ষতা ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বড় ভূমিকা রেখেছে।”

প্রধান উপদেষ্টা যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি তরুণদের নিয়োগে সুযোগ রাখার সুপারিশ করেন। তিনি বলেন, “কয়েকটি ক্যাটাগরির ভিত্তিতে সুনির্দিষ্টভাবে যোগ্যদের নির্বাচন করতে হবে এবং সুষ্ঠুভাবে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।”

তিনি সরকারি কর্ম কমিশনের সঙ্গে সমন্বয় করে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। পাশাপাশি শিক্ষক বদলি নীতিমালায় স্বচ্ছতা আনতে সুপারিশ-তদবির বন্ধ করে নির্ধারিত নিয়মে বদলির ব্যবস্থা করার নির্দেশ দেন।

নারীবান্ধব অবকাঠামো গড়তে স্কুল ভবন নির্মাণে অন্তত একজন নারী স্থপতির অংশগ্রহণ নিশ্চিত করতে বলেন প্রধান উপদেষ্টা। তিনি মেয়েদের জন্য বিদ্যালয়ে বিশেষ ব্যবস্থা এবং মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষসহ ইন্টারনেট সংযোগ কার্যক্রমও জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন