
প্রিন্ট: ০৯ অক্টোবর ২০২৫, ০৫:২২ এএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৫:৩৭ পিএম
-6874ebf5b6b78.jpg)
ছবি : সংগৃহীত
সারা দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মৃত দুইজন চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা।
এদিন বরিশাল বিভাগে সর্বোচ্চ ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৪ জন, ঢাকা উত্তরে ২৭ জন, খুলনা বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ৩ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ২১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন এবং মৃত্যু হয়েছে ৫৮ জনের।