Logo
Logo
×

জাতীয়

এস আলম গ্রুপ চেয়ারম্যানের ১১৩ কোটি টাকা ফ্রিজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৮:১০ পিএম

এস আলম গ্রুপ চেয়ারম্যানের ১১৩ কোটি টাকা ফ্রিজ

ছবি : সংগৃহীত

আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ১১৩ কোটি ৯ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৯ জুলাই) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এই ফ্রিজ আদেশের আবেদন করেন। আবেদনপত্রে বলা হয়, মানিলন্ডারিংয়ের অভিযোগে সাইফুল আলম এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত চলাকালীন সময়ে অর্থ স্থানান্তরের চেষ্টা রোধ করতে অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগেও এস আলম ও তার পরিবারের বিপুল সম্পদের ওপর একাধিকবার জব্দ ও অবরুদ্ধ আদেশ দিয়েছেন আদালত।

  • গত ৭ অক্টোবর তাদের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
  • জানুয়ারিতে ৩,৫৬৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ হয়।
  • ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে প্রায় ১৫,৬০০ কোটি টাকার সম্পদ, জমি ও শেয়ার জব্দ হয়।
  • শুধু এপ্রিল মাসে জব্দ হয় ৩৭৪টি ব্যাংক হিসাব ও ১,৩৬০টি ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে জমা ছিল ২,৬১৯ কোটি টাকা।
  • সর্বশেষ জুনে দুইশো একর জমি জব্দের মাধ্যমে আরও ১৮০ কোটি টাকার সম্পদ তালিকায় যুক্ত হয়।

দুদক জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব অর্থ ও সম্পদ নিরাপদ রাখতে এসব পদক্ষেপ জরুরি, যাতে রাষ্ট্রীয় ক্ষতির আশঙ্কা প্রতিরোধ করা যায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন