
প্রিন্ট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৯ পিএম
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে ভারত-বাংলাদেশ প্রসঙ্গ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৫:২৮ পিএম

ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ প্রেস ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশ সংক্রান্ত কিছু প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বিষয়টিকে ‘জটিল কূটনৈতিক প্রসঙ্গ’ হিসেবে উল্লেখ করেছেন মুখপাত্র ট্যামি ব্রুস। স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে উপস্থিত এক সাংবাদিক কোয়াড জোটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চেয়ে প্রশ্ন করেন।
সাংবাদিকটি উল্লেখ করেন, গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে বন্দুকের ম্যাগজিন পাওয়ার ঘটনা, যা ২০২৪ সালের সরকারবিরোধী আন্দোলনে ব্যবহৃত গোলাবারুদের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করা হচ্ছে। সেই পর্যায়ে মুখপাত্র ব্রুস সাংবাদিককে থামিয়ে দেন।
এরপর সাংবাদিক বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন প্রসঙ্গে খিলক্ষেতে পূজামণ্ডপ গুড়িয়ে দেওয়া এবং লালমনিরহাটে হিন্দু সম্প্রদায়ের একজন নাপিতের গ্রেপ্তারের ঘটনাও তুলে ধরেন। এসব প্রসঙ্গের সুনির্দিষ্ট জবাব না দিয়ে ট্যামি ব্রুস বলেন, “ভারত ও বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিল ও পরিপূর্ণভাবে কূটনৈতিক আলোচনার বিষয়। যুক্তরাষ্ট্র বিষয়গুলো উপলব্ধি করে।”
তিনি আরও জানান, কোয়াড বৈঠক সম্পর্কে বিস্তারিত জানতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র একক বিবৃতি এবং জোট সদস্যদের যৌথ বিবৃতি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।
ব্রুস স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র শুধুমাত্র নিজস্ব অবস্থান নিয়েই কথা বলবে এবং ভারত বা অন্য কোনো দেশের বক্তব্য নিয়ে মূল্যায়ন বা ব্যাখ্যা করবে না।