Logo
Logo
×

জাতীয়

অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত অর্থনৈতিক নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে: প্রেস সচিব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০১:৫৬ পিএম

অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত অর্থনৈতিক নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে: প্রেস সচিব

ছবি : সংগৃহীত

মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে অন্তর্বর্তী সরকারের গৃহীত অর্থনৈতিক নীতি-কৌশল কার্যকর হচ্ছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (৭ জুলাই) সকালে তিনি তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লিখেছেন, “অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত হ্রাস পাচ্ছে।”

পোস্ট অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি নেমে এসেছে ৮.৪৮ শতাংশে—যা ২০২৪ সালের আগস্টের তুলনায় দুই শতাংশ-পয়েন্ট কম। খাদ্য মূল্যস্ফীতিও কমে দাঁড়িয়েছে ৭.৩৯ শতাংশে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির ক্ষেত্রেও কমতির প্রবণতা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন প্রেস সচিব।

অন্যদিকে, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সূচনা বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “কমিশন কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে না বরং রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সংশোধিত প্রস্তাবনা তৈরি করছে।”

তিনি জানান, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) সংক্রান্ত প্রাথমিক প্রস্তাবনায় দলগুলোর আপত্তি থাকায় সেটি সংশোধন করে নতুন প্রস্তাব তুলে ধরা হয়েছে। আলী রীয়াজ আরও বলেন, “ভুল বোঝাবুঝি এড়াতে কমিশন সচেষ্ট এবং আলোচনা-প্রক্রিয়াকে কার্যকর রাখতে যতটা সম্ভব দ্রুত কাজ শেষ করার জন্য সময় ও সহযোগিতা প্রয়োজন।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন