Logo
Logo
×

জাতীয়

জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের জোরালো অবস্থান, দ্রুত প্রত্যাবাসনের দাবি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১২:১৫ পিএম

জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের জোরালো অবস্থান, দ্রুত প্রত্যাবাসনের দাবি

ছবি- সংগৃহীত

জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনে ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ রেজ্যুলুশন গৃহীত হয়েছে। এই রেজ্যুলুশন গৃহীত হওয়ার পূর্বে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম পরিষদে বক্তব্য রাখেন এবং বাংলাদেশের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেন।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজে পেতে বাংলাদেশ সক্রিয়ভাবে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের জন্য রাখাইন রাজ্যে দ্রুত অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়বদ্ধতার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূতের বক্তব্যে জানানো হয় যে, রাখাইন রাজ্যে মিয়ানমার সামরিক বাহিনী এবং ‘আরাকান আর্মি’র মধ্যে চলমান সংঘাত রোহিঙ্গাদের মানবিক সহায়তা পাওয়াকে বাধাগ্রস্ত করছে এবং তাদের দুর্দশা আরও বাড়িয়ে তুলছে। এই সংকটের কারণে ২০২৩ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত এক লাখ ১৮ হাজারেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

তিনি আরও জানান, সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে রোহিঙ্গা ইস্যুতে উচ্চপর্যায়ের একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে বাস্তবভিত্তিক ও সময়নির্ধারিত সমাধানের রূপরেখা নির্ধারণ করা হবে।

অধিবেশনে গৃহীত রেজ্যুলুশনে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য ক্রমহ্রাসমান মানবিক সহায়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বাড়তি দায়িত্ব গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলা হয়। জাতিসংঘ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি রাখাইনে পর্যাপ্ত ও নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়। পাশাপাশি, বিচারহীনতা ও দায়মুক্তির সংস্কৃতি অবসান এবং রোহিঙ্গাদের অন্তর্ভুক্তিমূলক শাসন কাঠামোতে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

উল্লেখ্য, জাতিসংঘ মানবাধিকার পরিষদের এই অধিবেশন শুরু হয়েছে গত ১৬ জুন এবং এটি আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন