Logo
Logo
×

জাতীয়

ধর্মানুভূতিতে আঘাত করলে রাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে : ধর্ম উপদেষ্টা

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০২:২২ পিএম

ধর্মানুভূতিতে আঘাত করলে রাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে : ধর্ম উপদেষ্টা

ছবি-যুগের চিন্তা

ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কোন দুর্বৃত্ত যদি কোন ধর্মীয় উপাসনালয়ের ক্ষতি করে বা ধর্মানুভূতিতে আঘাত হানে,রাষ্ট্র তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

বুধবার বেলা ১২টার দিকে কক্সবাজার শহরের কৃষ্ণানন্দধাম মন্দিরে ‘মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের’ষষ্ঠ পর্যায়ের কেন্দ্র পরিদর্শনে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  

ধর্ম উপদেষ্টা বলেন,সততা, ন্যায়নিষ্ঠা ও ভালোবাসা—এই মূল্যবোধ সমাজে ছড়িয়ে দিতে হবে। এই দেশ সব ধর্মের মানুষের, উন্নয়নেও সকলের অবদান দরকার। 

এর আগে বেলা ১১টার দিকে উপদেষ্টা মন্দিরে পৌঁছালে তাকে বরণ করে নেওয়া হয় উলুধ্বনি, শঙ্খধ্বনি ও ফুল ছিটিয়ে। তিনি মন্দিরের শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।  

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ট্রাস্টি পরিমল কান্তি শীল, ট্রাস্টের সহকারী পরিচালক রনজিত বাড়ৈ, কৃষ্ণানন্দধাম পরিচালনা কমিটির সভাপতি দুলাল চন্দ্র দে প্রমুখ।  

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষ্ণানন্দধাম পরিচালনা কমিটি ও সনাতন ধর্মের নেতৃবৃন্দসহ শিক্ষাকেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন