
প্রিন্ট: ২৪ জুলাই ২০২৫, ০৫:৫৩ পিএম
নতুন দলের নিবন্ধন আবেদন, যাচাইয়ে ৭ কর্মকর্তা নিয়োগ

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৮:১৩ পিএম

ছবি-সংগৃহীত
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনগুলো যাচাই-বাছাই শেষে প্রতিবেদন তৈরিতে সাতজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে ইসি। নির্বাচন কমিশনে (ইসি) সবশেষ মোট ১৪৭টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে।
সোমবার (৩০ জুন) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।
আদেশে বলা হয়েছে, নতুন রাজনৈতিক দল থেকে প্রাপ্ত আবেদনগুলো আইন বিধি মোতাবেক সুচারুরূপে সন্নিবেশ ও যাচাই-বাছাইয়ের আগে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার জন্য ছয় কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তারা হলেন- নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল হাসান ভূঞা, বাজেট ও ফাইন্যান্স শাখার সিনিয়র সহাকারী সচিব মো. শামসুল হক ফৌজদার ও আরাফাত আরা, এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন, সংস্থাপন-২ শাখার সহকারী সচিব আফরোজা পারভীন, সহকারী সচিব আরাফাত আল হোসাইনী ও সহকারী পরিচালক মো. আশাদুল হক।
অফিস আদেশে তাদের কার্যপরিধিতে বলা হয়েছে,ওই কর্মকর্তারা নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রাপ্ত আবেদনগুলো যাচাইয়ের লক্ষ্যে যাচাই-বাছাইকারী কর্মকর্তাদের পাঠানো চেক লিস্ট/প্রশ্নমালা অনুযায়ী যাচাই-বাছাইয়ের আগে প্রয়োজনীয় তথ্য সন্নিবেশনসহ প্রতিবেদন তৈরি করবেন এবং এ সংক্রান্ত প্রতিবেদন (সফট কপি ও হার্ড কপিসহ) নির্বাচন সহায়তা শাখার উপ-সচিবকে দেবেন।
২২ জুন ছিল রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের শেষ সময়। এদিন পর্যন্ত মোট ১৪৭টি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। যাচাই-বাছাইকারী কর্মকর্তারা রাজনৈতিক দল নিবন্ধন আইনানুযায়ী যাচাই-বাছাই করবেন। এরপর তাদের দেওয়া প্রতিবেদনের ওপর তদন্ত করা হবে। তদন্তে সবকিছু ঠিকঠাক থাকলে সংশ্লিষ্ট দলগুলো নিয়ে দাবি-আপত্তি আহ্বান করবে ইসি। আপত্তি থাকলে শুনানি করে নিষ্পত্তি হবে। আর আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলকে নিবন্ধন দেওয়া হবে।