
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ০৭:১৮ পিএম
আসিফ মাহমুদের অস্ত্রের ম্যাগাজিন ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৬:৫০ পিএম

ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে যেটি পাওয়া গেছে, সেটি একে-৪৭ নয় বরং একটি পিস্তলের খালি ম্যাগাজিন—যা সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃতভাবে সঙ্গে থেকে গেছে।
সোমবার (৩০ জুন) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এটা কেবল একটা ভুল। অনেক সময় মানুষ ভুল করে চশমা না নিয়ে মোবাইল নিয়ে চলে যায়, এটাও তেমনই একটি ভুল। উনি যদি আগেই জানতেন, নিশ্চিতভাবে সেটা সঙ্গে নিতেন না।”
উপদেষ্টার বয়স ৩০ বছরের কম হওয়ায় লাইসেন্স বৈধ কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি ওই আইনটা না দেখেই কিছু বলতে পারছি না।”
বিমানবন্দরে তিন দফা স্ক্যানিংয়ের মধ্যে প্রথম দুইবার ধরা না পড়ে তৃতীয়বারে এটি শনাক্ত হওয়ার বিষয়ে তিনি স্বীকার করেন, নিরাপত্তার ক্ষেত্রে কিছুটা শৈথিল্য হয়েছে এবং বলেন, “আমার ভাই যদি নেতা হন, তখন তিনি একটু বাড়তি সুবিধা পান—তবে এই প্র্যাকটিস যেন আর না হয়। আইন সবার জন্য সমান হওয়া দরকার।”
বৈঠকে আসন্ন জাতীয় ও সামাজিক অনুষ্ঠানগুলো নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে করণীয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে বহু অনুষ্ঠানের আয়োজন থাকলেও এখন পর্যন্ত কোনো হুমকির খবর নেই বলেও তিনি আশ্বস্ত করেন।