
প্রিন্ট: ২৪ জুলাই ২০২৫, ০৪:৫১ পিএম
এনটিআরসির সামনে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০২:০৭ পিএম

ছবি-সংগৃহীত
১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর থেকেই সারাদেশে তীব্র অসন্তোষ ও বৈষম্যের অভিযোগ উঠেছে। রোববার (২৯ জুন) দুপুরে এনটিআরসিএ কার্যালয়ের সামনে ফল বাতিল ও পুনরায় প্রকাশের দাবিতে শত শত চাকরিপ্রার্থী বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভে পরীক্ষার্থীরা মৌখিক পরীক্ষায় অকৃতকার্যদের সনদ প্রদানসহ ফলাফলের স্বচ্ছতা চেয়ে স্লোগান দেন।
প্রার্থীদের অভিযোগ—একই ধরণের মৌখিক পারফরম্যান্সের পরও অনেকে অনুত্তীর্ণ হয়েছেন। কিছু বোর্ডে মাত্র ১–৩ জন উত্তীর্ণ হলেও অন্য বোর্ডে ২৯ জন পর্যন্ত পাস করেছেন, যা মূল্যায়নের মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলছে।
একাধিক ভুক্তভোগী যেমন ফাতিমা বেগম, প্রিয়াঙ্কা ও মাহমুদা বেগম জানান, তারা মৌখিক পরীক্ষায় ভালো করলেও ‘ফেল’ দেখানো হয়েছে, যা একেবারেই অনায্য।
আন্দোলনের অগ্রগতি ও প্রশাসনের প্রতিক্রিয়া: আন্দোলনকারীদের একটি দল শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা দপ্তরে সাক্ষাৎ করে তাদের দাবি তুলে ধরেছেন। এনটিআরসিএ’র প্রধান উপদেষ্টার সহকারী সচিব আশ্বাস দিলেও আন্দোলনকারীরা সন্তুষ্ট নন। তারা জানিয়েছেন, ফল পুনর্বিবেচনা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
১৮তম নিবন্ধনের জন্য প্রায় ১৯ লাখ আবেদন জমা পড়ে। লিখিত পরীক্ষায় অংশ নেন ৮৩,৮৬৫ জন, মৌখিকে ৮১,২০৯ জন। চূড়ান্তভাবে ৬০,৬৩৪ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে। বর্তমানে শূন্যপদের যাচাই-বাছাই চলছে এবং সফল প্রার্থীদের নিয়োগের সুপারিশ আসছে শিগগিরই।