
প্রিন্ট: ২৬ জুলাই ২০২৫, ০৯:৩১ এএম
জুলাই মাসের মধ্যেই স্বাক্ষর হবে ‘জুলাই সনদ’: আলী রীয়াজ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০১:৫১ পিএম

ছবি-সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, আবু সাঈদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৬ জুলাই তারিখেই ‘জুলাই সনদ’ স্বাক্ষরের প্রত্যাশা থাকলেও তা রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে। তবে নির্ধারিত তারিখে সম্ভব না হলেও জুলাই মাসের মধ্যেই সনদটি স্বাক্ষর হবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।
রোববার (২৯ জুন) সকালে দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠকের শুরুতে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক রীয়াজ বলেন, “পরিবর্তনের যে আকাঙ্ক্ষা দেশের মানুষের মধ্যে রয়েছে, সেটির প্রতি সম্মান জানিয়ে কমিশন তার পূর্বের অবস্থান থেকে সরে এসেছে। রাজনৈতিক দলগুলোর অনেক মতামত গ্রহণ করা হয়েছে। এবার দলগুলোকে সামান্য ছাড় দিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।”
তিনি স্পষ্ট করে জানান, ঐকমত্য কমিশনের লক্ষ্য কোনো দলকে প্রতিপক্ষ বানানো নয়; বরং একটি সহনশীল, অংশগ্রহণমূলক ও দায়বদ্ধ শাসন ব্যবস্থা গঠনে সহায়ক ভূমিকা রাখা। তিনি বলেন, “জনআকাঙ্ক্ষার বাইরে গিয়ে যেন কেউ সংবিধান সংস্কার করতে না পারে, সেটি সাংবিধানিকভাবে নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বিচার বিভাগসহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা সুরক্ষার প্রতিও গুরুত্ব দিতে হবে।”
জুলাই অভ্যুত্থান স্মরণ করে তিনি বলেন, “আমরা সবাই আলাদা দল করলেও সেদিন ছিল কেবল বাংলাদেশের পতাকার দিন। কেউ নেতৃত্বে বা পাশে ছিল—সে ভাবনার বাইরে গিয়ে আমরা ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে একসঙ্গে দাঁড়িয়েছিলাম। এটিই ছিল আমাদের মূলচেতনা।”
শেষে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, “গত সাত দিনে আলোচনা অনেক দূর এগোলেও আরও ইতিবাচক অগ্রগতি প্রয়োজন। আমাদের ভাবতে হবে—দলগত অবস্থান নয়, বরং রাষ্ট্র ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিচ্ছি কি না।”