
প্রিন্ট: ২৩ জুলাই ২০২৫, ০৭:১৫ পিএম
ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠক চলছে রাজনৈতিক দলগুলোর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০১:৪৬ পিএম

ছবি-সংগৃহীত
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সপ্তম দিনের আলোচনা চলছে। রোববার (২৯ জুন) বেলা ১১টায় এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
আজকের বৈঠকে আলোচনার মূল বিষয়বস্তু—
- সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি
- দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা
- উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া ও দায়িত্ব
সংস্কার প্রস্তাবের অমীমাংসিত বিষয়গুলো নিয়েই আজকের আলোচনায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এর আগে 'জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)' গঠনের প্রস্তাব থাকলেও, কমিশন এবার বিকল্প হিসেবে 'নিয়োগ কমিটি' গঠনের নতুন প্রস্তাব দিয়েছে। যদিও এতে নির্বাহী বিভাগ দুর্বল হতে পারে এমন আশঙ্কায় বিএনপি আপত্তি জানিয়েছে।
এছাড়া, প্রধানমন্ত্রী হিসেবে এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালনের প্রস্তাবে বিএনপি কিছু শর্তসাপেক্ষে সম্মতি জানিয়েছে।
বিগত বৈঠকে সংবিধানের মূলনীতি ও ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে বেশিরভাগ দল একমত হয়েছে। নারীদের জন্য ১০০ সংরক্ষিত আসনের বিষয়েও বিস্তর সমর্থন দেখা গেছে।
রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে অগ্রগতি দেখা গেছে।
প্রসঙ্গত, প্রথম দফায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, সিপিবি, নাগরিক ঐক্যসহ ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।