BETA VERSION শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ২৫ জুলাই ২০২৫, ০৮:২৪ পিএম

Swapno

জাতীয়

রথযাত্রায় লাখো মানুষের সমাগম চট্টগ্রামে

Icon

চট্টগ্রাম প্রতিবেদক :

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০৭:৫২ পিএম

রথযাত্রায় লাখো মানুষের সমাগম চট্টগ্রামে

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষ চট্টগ্রামে লাখো মানুষের সমাগম ঘটেছে। নানা শ্রেণি-পেশার বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোর নেচে গেয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। এতে চট্টগ্রাম নগরীতে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

প্রতিবছরের মতো এবারও শুক্রবার (২৭ জুন) দুপুরে চট্টগ্রাম নগরীর তিনটি মন্দির থেকে রথযাত্রা বের হয়। এগুলো হলো-দু’শ বছরের পুরনো নন্দনকানন তুলসীধাম, নন্দনকানন শ্রী শ্রী রাধামাধব মন্দির এবং প্রবর্তকের শ্রীকৃষ্ণ ইসকন মন্দির।

তুলসীধামের রথযাত্রা উৎসবের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা.শাহাদাত হোসেন। ‘শ্রীশ্রী মদনমোহন নরসিংহ গোপাল জীও’র মন্দির থেকে ঢোলবাদ্য, মঙ্গলশঙ্খ ও উলুধ্বনি দিয়ে শ্রীজগন্নাথ-সুভদ্রা ও বলভদ্র দেবকে রথারোহণ করানো হয়। 

রথযাত্রা উৎসবে চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম সাম্যের শহর,সম্প্রীতির শহর। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এই ঐক্যই আমাদের শক্তি।’

তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা মানুষের মিলনমেলায় রূপ নিয়েছে মন্তব্য করে মেয়র বলেন,আমি চাই, রাজনৈতিক মতভেদ ভুলে সবাই চট্টগ্রামের উন্নয়নে অবদান রাখুক। কারণ,চট্টগ্রাম আমাদের সবার।

চলমান করোনা ও ডেঙ্গু মোকাবেলায় এবং চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে মেয়র ধর্ম- বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রত্যাশা করেন।

কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদযাপন কমিটির এ আয়োজনে পৌরহিত্য করেন তুলসীধামের মোহন্ত দেবদীপ পুরী। রথপরিক্রমা অনুষ্ঠানে আরও ছিলেন-শীতলপুর লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ গোবিন্দ ব্রহ্মচারী,রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর ও অর্থ সম্পাদক সুজিত হাজারী, অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, স্থপতি প্রণয়ত মিত্র চৌধুরী, যোগেশ্বর চৌধুরী, উত্তম কুমার চক্রবর্তী, অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পাল, ডা. মনোজ চৌধুরী, কৃষ্ণ কর্মকার, রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, সার্জেন্ট শান্তময় দাশ, সজল চৌধুরী, চন্দ্রনাথ পাল, ডা. বিবরণ দাশ, প্রদর্শন দেবনাথ, অনুপম দেবনাথ।


কেন্দ্রীয় রথের সাথে মহাশোভাযাত্রা সহকারে হাজারী লেইন শ্রীকৃষ্ণায়ন রথ,পাথরঘাটা জগন্নাথ মন্দিরের রথ, গঙ্গাবাড়ির রথ, গৌর গিরিধারী মন্দিরের রথ, সদরঘাট পার্বতী ফকিরপাড়ার রথ, মাইজপাড়ার রথ, ফিরিঙ্গীবাজার শাহাজীপাড়ার রথ, টেকপাড়ার রথ, এনায়েত বাজার কেদারনাথ তেওয়ারী কলোনির রথ, টাইগারপাস জগন্নাথ সংঘের রথ, পুরাতন কাস্টমস এলাকার রথ, ইপিজেড শ্রীকৃষ্ণ মন্দিরের রথসহ বিভিন্ন মঠ-মন্দিরের রথগুলো পরিক্রমায় অংশ নেয়। এতে অদ্বৈত-অচ্যুত মিশনের সদস্য, বিভিন্ন মন্দির ও ধর্মীয় সংগঠনের ভক্তরা যোগ দেন।


কেন্দ্রীয় রথ তুলসীধাম থেকে নিউমার্কেট, লালদীঘির পাড়, আন্দরকিল্লা, চেরাগী পাহাড়, প্রেসক্লাব ঘুরে লাভলেইন সড়ক দিয়ে আবার নন্দনকানন রথের পুকুর পাড় গিয়ে শেষ হয়। এদিকে তুলসীধামে রথযাত্রা উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয় নামযজ্ঞ, মদনমোহন পূজা, জগন্নাথ-সুভদ্রা-বলভদ্রের পূজা, বিতরণ করা হয় মহাপ্রসাদ।


বিকেলে নগরীর বৌদ্ধমন্দির মোড় থেকে নন্দনকানন রাধামাধব মন্দিরের রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন চসিক মেয়র শাহাদাত হোসেন। রথযাত্রা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আবার নন্দনকাননে গিয়ে শেষ হয়।


এদিকে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে রথযাত্রা উপলক্ষে এবারও ৯ দিনের উৎসবের আয়োজন করা হয়েছে। শুক্রবার ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয় উৎসব। 

জগন্নাথ দেবের রথযাত্রা চট্টগ্রাম শোভাযাত্রা

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com