
প্রিন্ট: ২৫ জুলাই ২০২৫, ০৪:২৩ পিএম
সামাজিক ব্যবসা বিশ্বকে বদলে দিতে পারে : প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০১:৫০ পিএম

ছবি- সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসা (Social Business) কেবল বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।
আজ শুক্রবার (২৭ জুন) সাভারের জিরাবোতে অনুষ্ঠিত ‘সোশ্যাল বিজনেস ডে’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, “পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব।”
প্রধান উপদেষ্টা বলেছন, সামাজিক ব্যবসা দিবস কেবল একটি অনুষ্ঠান নয়, বরং এটি একটি পারিবারিক পুনর্মিলনের মতো। তিনি জানান, বিগত সরকারের আপত্তির কারণে এই দিবস পালন সম্ভব হয়নি, তবে ৫ আগস্টের পর এবারই প্রথমবারের মতো বাংলাদেশে দিবসটি উদযাপিত হচ্ছে।
ড. ইউনূস বলেন, “পৃথিবীকে বদলাতে হলে সব জাতিকে এগিয়ে আসতে হবে। ধ্বংসের আগেই আমাদের সঠিক পথ বেছে নিতে হবে। বাংলাদেশ একটি বিষণ্ণ নয়, বরং সুন্দর বিশ্ব গড়তে চায়।”
তিনি আরও বলেন, “যে কোনো শিক্ষা ব্যবস্থার ভিত্তি হওয়া উচিত স্বপ্ন দেখা শেখানো। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সেই নতুন সভ্যতা গড়ার সহায়ক হবে।” তার মতে, স্বপ্ন ছাড়া বাস্তবায়ন সম্ভব নয়, তাই স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে।
এবারের সোশ্যাল বিজনেস ডে উদযাপিত হচ্ছে ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সামাজিক ব্যবসা সর্বোত্তম পন্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে।বিশ্বের ৩৮টি দেশ থেকে ১,৪০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন এই সম্মেলনে। উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের সিনিয়র কর্মকর্তা, বিদেশি কূটনীতিক ও অতিথিরা।