Logo
Logo
×

জাতীয়

তিন সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর সংকেত

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১০:১৭ পিএম

তিন সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর সংকেত

ছবি-সংগৃহীত

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী শনিবার থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা। এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে দেশের তিন সমুদ্রবন্দর ও কক্সবাজারে।

বৃষ্টিপাতের এই প্রবণতা থাকতে পারে চলতি মাসের বাকি দিনগুলোতেও। ফলে এসব স্থানে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ  ওমর ফারুক বলেন, ‘শনিবার থেকে দেশের দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ুর সক্রিয়তা বাড়তে পারে। তখন সেখানে বৃষ্টি বাড়তে পারে। এ ছাড়া লঘুচাপের কারণে সমুদ্রবন্দরগুলোতে দেওয়া ৩ নম্বর সতর্ক সংকেতও বহাল রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি (২৩ থেকে ৪৩ মিলিমিটার) থেকে ভারি (৪৪ থেকে ৮৮) বর্ষণ হতে পারে। সারা দেশে আজ দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তনের সম্ভাবনা কম। তবে কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা।

 দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের ৩৫টিতে গতকাল বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে ১৯ মিলিমিটার। ঢাকায় এ সময় চার মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন