
প্রিন্ট: ২৬ জুলাই ২০২৫, ০৭:২৭ এএম
এনবিআর ভবনে ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৩:১৫ পিএম

ছবি : সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার আন্দোলনের নেতাদের এনবিআরের প্রধান কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে আগারগাঁওয়ের রাজস্ব ভবনের মূল ফটক বন্ধ করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাদের ভিতরে ঢুকতে দেননি। এতে কোনো কর্মকর্তা-কর্মচারী ভবনে প্রবেশ বা বের হতে পারেননি।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা অভিযোগ করেন, আলোচনার পক্ষে থাকলেও তাদের ভবনে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা প্রশ্ন তোলেন— আলোচনার কথা বলা হলেও তাদের অংশগ্রহণে বাধা কেন?
সংগঠনটির সভাপতি অতিরিক্ত কর কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার জানান, অর্থ উপদেষ্টা আলোচনায় বসার কথা বললে তারা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন আলোচনায় অংশগ্রহণের। কিন্তু তারা ভবনে ঢোকার সুযোগ পাচ্ছেন না। তার ভাষায়, “আমরা নিয়ম মেনেই আন্দোলন করছি, কোনো বিশৃঙ্খলা ঘটাইনি। অথচ আমাদের আলোচনায় ডাকা হয়নি। যাদের ডাকা হয়েছে, তারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নন এবং এর কার্যক্রম ব্যাহত করেছেন।”
তিনি আরও বলেন, “সংলাপে অংশ নিতে আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু আমাদের প্রতিনিধি মনোনয়ন দেওয়ার সুযোগই দেওয়া হয়নি। বরং মনোনয়ন দিয়েছে এনবিআরের চেয়ারম্যান, যিনি আন্দোলনের বাইরে থাকা কর্মকর্তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছেন।”
পূর্বঘোষণা অনুযায়ী, ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ও লাগাতার কমপ্লিট শাটডাউন চলছে। ২৬ জুন বিকেলে অর্থ উপদেষ্টা শুধুমাত্র বিসিএস (কর) ও সিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন।
সংগঠনটির অভিযোগ, গত ২০ মে আলোচনায় অংশ নিলেও সেখানে মাত্র দুই প্রতিনিধি মাত্র ১০ মিনিট কথা বলার সুযোগ পান। এরপরও উপদেষ্টা সেই বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে মন্তব্য করেন— যা আন্দোলনকারীদের দৃষ্টিতে বাস্তবতা থেকে দূরে।
এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সরাসরি দাবি জানিয়েছে, “এনবিআর সংস্কারের সূচনা হবে একমাত্র বর্তমান চেয়ারম্যানকে অপসারণের মাধ্যমেই। তার আগে কোনো আলোচনায় আমরা যাব না।”
প্রসঙ্গত, গত ১২ মে সরকার এনবিআরকে দুই ভাগ করার একটি অধ্যাদেশ জারি করে। এর বিরুদ্ধে আন্দোলনে নামেন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। যদিও ২৫ মে অর্থমন্ত্রণালয়ের ব্যাখ্যার পর তারা সাময়িকভাবে কলম বিরতি স্থগিত করেন, তবে চেয়ারম্যান অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে।