
প্রিন্ট: ২৮ জুলাই ২০২৫, ০৪:৫৮ পিএম
টিউলিপ সিদ্দিক আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। : দুদক চেয়ারম্যান

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৯:৩৭ পিএম

ছবি-সংগৃহীত
শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আদালতের একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি এখন পলাতক। তার বিষয়ে ইন্টারপোলের সাথে যোগাযোগের মাধ্যমে সমন্বয় করে কাজ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘এখন চিঠিপত্র পেয়ে মনে হচ্ছে, চিঠিপত্রের মাধ্যমে মামলা নিষ্পত্তি করবো। এটা তো কাম্য নয়। আদালতে মামলা হলে আমাদের মোকাবেলা করতে হবে এটাই করা উচিত। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তার উচিত আদালতে তা মোকাবেলা করা।’
তিনি আরো বলেন, ‘এটা কি কখনো হয় যে, একজন আসামি চিঠি দিয়ে বলবেন সাত দিনের মধ্যে আমার চিঠির জবাব না দিলে ধরে নেব আমি অব্যাহতি পেয়েছি। এটা হতে পারে না। এটা হাস্যকর।’
টিউলিপকে মামলা মোকাবেলার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমি বিশ্বাস করি, টিউলিপ সিদ্দিক নিশ্চয়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশে বিদ্যমান আইনে তিনি বাংলাদেশ মামলা মোকাবেলা করবেন।’
তিনি বলেন, ‘টিউলিপ সিদ্দিকের ক্ষেত্রে আমরা একাধিকবার বলেছি এটা রাজনৈতিক বা উদ্দেশ্যপ্রণোদিত মামলা নয়। আমাদের অনেক আসামির মধ্যে তিনিও একজন। আমাদের কাছে তিনি বাংলাদেশের নাগরিক। তার জাতীয় পরিচয়পত্র, টিআইএন এবং এনবিআরে রিটার্ন দাখিল করেছেন। তার সবকিছু তো বাংলাদেশের।’
‘তাই আমরা মামলা বাংলাদেশে দাখিল করবো। এটা বাংলাদেশের মামলা। আমাদের যে কার্যপরিধি এখানে রাজনৈতিক মামলা হওয়ার কোনো সুযোগ নেই। আমরা আমাদের একজন অভিযুক্তের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি,’ বলেন দুদক চেয়ারম্যান। সূত্র : অনলাইন