
প্রিন্ট: ২৭ জুলাই ২০২৫, ০৬:১৬ পিএম
কারামুক্ত বিডিআর সদস্যদের যমুনা অভিমুখে পদযাত্রার আল্টিমেটাম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১১:২৮ এএম

কারামুক্ত বিডিআর সদস্যদের শাহবাগে অবস্থান কর্মসূচি | ছবি : সংগৃহীত
২০০৯ সালের বিডিআর বিদ্রোহের পর চাকরিচ্যুত ও কারামুক্ত সদস্যদের ন্যায়বিচার ও পুনর্বাসনের দাবিতে মঙ্গলবার (২৪ জুন) সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।
তাদের দাবি, ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরি হারানো এবং কারাবন্দি হওয়া সদস্যদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সরকারের প্রতি দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তারা। দাবি পূরণ না হলে ১২টা ৫ মিনিটে যমুনা ভবনের দিকে পদযাত্রা ও ঘেরাও কর্মসূচি শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
বিডিআর পরিবারের সদস্য মারুফ সরকার বলেন, “গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত। আজকের কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।”
উল্লেখ্য, রাজধানীর মিন্টো রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।