
প্রিন্ট: ২৮ জুলাই ২০২৫, ০২:৩৫ এএম
মমতা ব্যানার্জির বৈঠক বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৮:২৮ পিএম

ছবি-সংগৃহীত
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মু.রিয়াজ হামিদুল্লাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৩ জুন) মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নতে, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের জনগণের ঐতিহ্যগত সম্পর্ক সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, অত্যন্ত উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকে মুখ্যমন্ত্রী তার পক্ষ হতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড.ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা পাঠানোর জন্য হাইকমিশনারকে অনুরোধ জানান।
এটি ছিল ভারতের কোনও মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎ।
সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে যে চিরায়ত ভাষাগত, সাংস্কৃতিক ও অভিন্ন মূল্যবোধকেন্দ্রিক আত্মিক সম্পর্ক রয়েছে,তা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ঊর্ধ্বে বলে উল্লেখ করেন। তিনি ভবিষ্যৎ বাংলাদেশের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।