
প্রিন্ট: ২৫ জুলাই ২০২৫, ০৯:৩৫ পিএম
সচিবালয়ে কর্মবিরতিতে কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১২:২৮ পিএম

ছবি - সংগৃহীত
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে কর্মচারীদের ২ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। সোমবার (২৩ জুন) বেলা ১১টা থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-মহাসচিব মো.নজরুল ইসলাম।
তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আজকে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করব। বেলা ১১টা থেকে কর্মবিরতি শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। কর্মবিরতি শেষে আমরা আগামীকালের কর্মসূচি ঘোষণা করব।
কর্মবিরতি উপলক্ষে বেলা ১১টা থেকেই সচিবালয় ২ নম্বর ভবনের তৃতীয় তলায় কেন্দ্রীয় লাইব্রেরিতে কর্মচারীরা জড়ো হতে শুরু করেন।
চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিস দিয়ে চাকরিচ্যুত করা যাবে। এমন বিধান রেখে গত ২৫ মে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়।
গত ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদন হয়। ২৪ মে থেকেই কর্মকর্তা-কর্মচারীরা আইনটি প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সবগুলো সংগঠন সম্মিলিতভাবে আন্দোলন করে আসছিলেন।