জাতীয় নির্বাচন : চট্টগ্রামে সংস্কার করতে হবে ২৭৭ ভোটকেন্দ্র
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১১:১১ এএম
ছবি -সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনে ২৭৭টি ভোটকেন্দ্র সংস্কার করতে হবে জানিয়েছে নির্বাচন কমিশন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কমিশন থেকে মেরামতযোগ্য ভোটকেন্দ্রের তালিকা চাওয়া হলে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর থেকে ২৭৭টি ভোটকেন্দ্রের তালিকা পাঠানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, নির্বাচন কমিশন থেকে মেরামত ও সংস্কার প্রয়োজন এমন ভোটকেন্দ্রের তালিকা চাওয়া হয়েছিল। আমরা উপজেলা ও মহানগরীতে সরেজমিনে দেখে ২২৭টি ভোটকেন্দ্রের তালিকা কমিশনে পাঠিয়েছি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন সচিবালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম জেলার মেরামতযোগ্য ভোটকেন্দ্রের তালিকা চাওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মাধ্যমে উপজেলা ও নগরীর মেরামতযোগ্য ভোট কেন্দ্রগুলোর তালিকা তৈরি করা হয়।
জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ স্বাক্ষরিত এই তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে মোরামতযোগ্য ভোটকেন্দ্রের তালিকায় দেখা গেছে, বেশিরভাই ভোটকেন্দ্রের মধ্যে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নেই, কিছু শিক্ষা প্রতিষ্ঠানে দরজা-জানালা জরাজীর্ণ অবস্থায় রয়েছে, অনেক প্রতিষ্ঠানের ভোটকেন্দ্রে উপরের ছাদ চুইয়ে পানি পড়ে, শৌচাগার নেই, বিদ্যুতের লাইট নেই।
এরমধ্যে ৩-৪টি ভবন জরাজীর্ণ, এসব ভবন নতুন করে নির্মাণ করতে হবে। অনেক ভোটকেন্দ্রের যাতায়াত পথ চলাচল অনুপযোগী এবং অনেকগুলো মেরামত করতে হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বাউন্ডারি বা সীমানা প্রাচীর নেই, কিংবা ছোটখাট সংস্কারের প্রয়োাজন আছে, সে সব প্রতিষ্ঠান সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে নিজস্ব অর্থায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে এরইমধ্যে নির্বাচন কমিশন থেকে চিঠি পাঠানো হয়েছে।



