
প্রিন্ট: ৩০ জুলাই ২০২৫, ০৭:০৮ এএম
গুম কমিশনে আসা ২৫৩ জনের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে: মইনুল ইসলাম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০২:০৭ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশে নিখোঁজ বা গুমের ঘটনায় দাখিল হওয়া ১,৮৫০টি অভিযোগের মধ্যে ২৫৩ জনের বিষয়ে তথ্যপ্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন গুম কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। বৃহস্পতিবার (১৯ জুন) গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
বিচারপতি মইনুল বলেন, এ ঘটনা নিছক কিছু কর্মকর্তার অবহেলাজনিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নয়, বরং এটি ছিল পূর্বপরিকল্পিত ও প্রাতিষ্ঠানিক সহিংস দমননীতি। তাঁর ভাষায়, “জঙ্গিবাদ দমনের আড়ালে ইসলামি উগ্রবাদের হুমকি ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা ধরে রাখা, আন্তর্জাতিক স্বীকৃতি আদায় এবং দীর্ঘমেয়াদি শাসনের লক্ষ্যেই এই গুমের সংস্কৃতি চালু করা হয়।”
তিনি দাবি করেন, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক কর্মী, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার মানুষ এই অভিযানের শিকার হয়েছেন। এ প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে এবং বেআইনিভাবে নাগরিকদের বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়ার ঘটনাও ঘটেছে।
তিনি আরও জানান, গুম হওয়া ১২ জনের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শেষ হয়েছে এবং দায়ীদেরও শনাক্ত করা গেছে। তবে তদন্তের স্বার্থে বর্তমানে বিস্তারিত প্রকাশ সম্ভব নয়।
র্যাবের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে তিনি বলেন, “সবচেয়ে বেশি গুমের ঘটনায় র্যাব জড়িত। পাশাপাশি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো এবং ভারতীয় গোয়েন্দারাও কিছু ঘটনার সঙ্গে জড়িত।” তিনি স্পষ্ট করে দেন, বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তবে বিদেশি সংস্থার বিষয়ে দেশের করণীয় সীমিত।