
প্রিন্ট: ২৭ জুলাই ২০২৫, ০৩:৩১ এএম
সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১২:০৩ পিএম

ছবি : সংগৃহীত
সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ও অর্থনীতিবিদ ড. শামসুল আলমকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ড. শামসুল আলমের বিরুদ্ধে মামলা রয়েছে এবং তাকে বৃহস্পতিবারই আদালতে উপস্থাপন করা হবে।
উল্লেখযোগ্য যে, ২০২১ সালের জুলাই মাসে টেকনোক্রেট কোটায় পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান ড. শামসুল আলম। এর আগে তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং অর্থনীতিতে অবদানের জন্য একুশে পদকে ভূষিত হন।
তাঁর পেশাগত জীবনেও রয়েছে সমৃদ্ধ ইতিহাস—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩৫ বছর অধ্যাপনার পর ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দিয়েছিলেন তিনি, যেখানে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘ মেয়াদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেন।