
প্রিন্ট: ২৭ জুলাই ২০২৫, ০২:৪৫ পিএম
তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও নাগরিকদের সরিয়ে নিচ্ছে সরকার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৮:১৭ পিএম

ছবি : সংগৃহীত
ইসরাইলি হামলার মধ্যে নিরাপত্তা শঙ্কার কারণে তেহরানে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার।
মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী জানান, ইরানে প্রায় ৪০০ বাংলাদেশি অবস্থান করছেন, যাদের মধ্যে প্রায় ১০০ জন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। এছাড়া, কূটনীতিকসহ দূতাবাসের ৪০ জনকে নিরাপদ স্থানে স্থানান্তরের কাজ চলছে।
তিনি বলেন, “আমরা তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের নিয়ে উদ্বিগ্ন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।”
শুক্রবার স্থানীয় সময় ভোররাত ৪টার পর ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও সামরিক কমান্ডারদের লক্ষ্য করে ইসরাইলের হামলা শুরু হয়, যা পঞ্চম দিনে গড়িয়েছে।
এদিকে, ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিক ও তাদের স্বজনদের জন্য জরুরি যোগাযোগের সুবিধায় সরকার দুটি হটলাইন (+৯৮৯৯০৮৫৭৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫) চালু করেছে।