
প্রিন্ট: ২৬ জুলাই ২০২৫, ০৮:৪৪ পিএম
সরকার সবার বিষয়ে নিরপেক্ষ: প্রেস সচিব

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৮:১২ পিএম

ছবি : সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপ শেষে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সরকার তাদের বিষয়ে সম্পূর্ণ নিরপেক্ষ।
মঙ্গলবার (১৭ জুন) তিনি বলেন, “আমরা সবার কথা শুনছি এবং সমানভাবে মূল্যায়ন করছি। আমাদের লক্ষ্য সর্বোচ্চ নিরপেক্ষতা নিশ্চিত করা, যাতে সব পক্ষ তাদের মতামত প্রকাশ করতে পারে।”
ঐকমত্য কমিশনের সংলাপে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে এবং আশা করা হচ্ছে আগামী ১২ কার্যদিবসের মধ্যে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ হবে।
এসময় তিনি আশা প্রকাশ করেন যে, আগামীকাল থেকে জামায়াতে ইসলামী বৈঠকে যোগ দেবে। সংলাপে ইতোমধ্যে বিএনপি, এনসিপি, সিপিবি, বাসদ, খেলাফত মজলিসসহ প্রায় ৩০টি রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেছেন, তবে জামায়াতের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
সংশ্লিষ্টদের মতে, যেসব সংস্কার সুপারিশ নিয়ে আলোচনা শেষ হয়নি, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পুনরায় সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংলাপটি ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে।