Logo
Logo
×

জাতীয়

‘ভুয়া’ সংস্থাকে আর নিবন্ধন নয় : ইসি

Icon

অনলাইন ডেস্ক ;

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৭:০৪ পিএম

‘ভুয়া’ সংস্থাকে আর নিবন্ধন নয় : ইসি

ছবি-সংগৃহীত

আসন্ন ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অতীতে ভুয়া প্রতিবেদন দিয়েছে এমন সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে আর নিবন্ধন দেবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৭ জুন) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক নানান কাজ শুরু করেছে ইসি। এরই ধারাবাহিকতায় নানান কাজ আমাদের করতে হবে। পর্যবেক্ষণ নীতিমালাও তার মধ্যে পড়ে। খুব শিগগির এ সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি করা হবে।

ইসি জানায়, অতীতে ভুয়া প্রতিবেদন দিয়েছে এমন সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে আর নিবন্ধন দেবে না ইসি। একই সঙ্গে যেসব সংস্থা নিবন্ধন পেলেও ভোট পর্যবেক্ষণ করেনি তাদের নিবন্ধনও নবায়ন করা হবে না। এমন বিধান রেখে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৫ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে জানা গেছে, পূর্বের নীতিমালায় পর্যবেক্ষক হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান ছিল, নতুন নীতিমালায় পর্যবেক্ষক হতে হলে এইচএসসি বা সমমান পাস হতে হবে। আর সব যোগ্যতা আগের মতোই থাকছে। ‎‎নতুন এই নীতিমালা জারি হলে দ্বাদশ সংসদ নির্বাচনের সময় নিবন্ধিত ৯৬টি সংস্থার নিবন্ধন বাতিল হবে। পাশাপাশি আগে উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন দিয়েছে এমন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন না দেওয়া বিধানও রাখা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন