
প্রিন্ট: ২৯ জুলাই ২০২৫, ০৫:০৪ এএম
স্ত্রীর মামলায় পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৫:১০ পিএম

পুলিশ কর্মকর্তা এস এম আসিফ আল হাসান
ময়মনসিংহ রেঞ্জের সাবেক সহকারী পুলিশ সুপার বর্তমানে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত এস এম আসিফ আল হাসানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
আসিফের বিরুদ্ধে তার স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিলেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করে সরকার।
মঙ্গলবার (১৭ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সহকারী পুলিশ সুপার আসিফ আল হাসানকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন প্রকাশ করেছে। গত ১৫ জুন প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।