
প্রিন্ট: ২৯ জুলাই ২০২৫, ০৮:৩৫ এএম
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টি

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৩:৫২ পিএম
-68513ada8be4c.jpg)
ছবি-সংগৃহীত
আবহাওয়াবিদ হাফিজুর রহমান সংবাদ মাধ্যমের কর্মীদের বলেছেন,মৌসুমি বায়ুর সক্রিয়তার প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও অব্যাহত থাকবে পারে। আগামী ২২ জুনের পর থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, সকাল থেকে রাজধানী ঢাকাতেও বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। রাজশাহী ও রংপুরে বৃষ্টি কম হতে পারে।
আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে।