
প্রিন্ট: ২৮ জুলাই ২০২৫, ০৫:০৫ পিএম
গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৩:৪৭ পিএম

ছবি- সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, গত দেড় দশকে যেসব গুমের ঘটনা ঘটেছে, সেগুলোর তদন্তে জাতিসংঘের সহযোগিতা পেতে বাংলাদেশ আন্তরিকভাবে আগ্রহী। তার মতে, জাতিসংঘ এই তদন্ত প্রক্রিয়ায় যুক্ত হলে তা আরও বেশি কার্যকর ও গ্রহণযোগ্য হবে।
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করলে ড. মুহাম্মদ ইউনূস এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, কমিশনের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হচ্ছে এবং সদস্যদের নানা হুমকির মাঝেও তারা কাজ চালিয়ে যাচ্ছে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি বলেছিলাম, দর্শনার্থীদের জন্য একটি “ভয়ের জাদুঘর” থাকা উচিত, যাতে এসব ইতিহাস লুকিয়ে না পড়ে।’ তিনি জাতিসংঘ প্রতিনিধিদের সহায়তা ও একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের ভাইস-চেয়ারপারসন গ্রাজিনা বারানোস্কা বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করে বলেন, ২০১৩ সাল থেকেই তাঁরা গুমের ইস্যু নিয়ে কাজ করতে চাচ্ছিলেন। তিনি তদন্ত কমিশনের কার্যক্রমকে সরকারের বড় অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন।
প্রতিনিধি দল ঢাকার বাইরে গিয়ে ভুক্তভোগী, নাগরিক সমাজ ও রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গেও আলোচনায় বসার পরিকল্পনা করেছে।